ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পূজা উদযাপন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
পূজা উদযাপন লা মেরিডিয়ান ঢাকায় পূজা উদযাপন

লা মেরিডিয়ান ঢাকায় পূজা উদযাপন...

এই মৌসুমের আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে লা মেরিডিয়ান ঢাকা পশ্চিমবঙ্গ ও ঢাকার বাঙালি খাবারের বিশিষ আয়োজন নিয়ে পূজা উদযাপনের ব্যবস্থা করেছে।  

২৯ ও ৩০ সেপ্টেম্বর ২০১৭, দুই দিনব্যাপী লা মেরিডিয়ান ঢাকার ভারতীয় সেফ মুফিদ আলমের নেতৃত্বে এই পূজা উদযাপনের আয়োজন করা হয়েছে।

 

লা মেরিডিয়ান ঢাকা অতিথিদের ভারতীয় ও বাঙালি খাবারের এ আয়োজন উপভোগ করতে আমন্ত্রন জানাচ্ছে।  

বাঙালির সেরা ঐতিহ্য মণ্ডিত ও প্রচলিত রেসিপির রন্ধন শৈলীর অপুর্ব সংমিশ্রণে শহরের শ্রেষ্ঠ খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

হোটেলের লেটেস্ট রেসিপিতে আয়োজিত এ বিশেষ আয়োজনে রেগুলার লাইভ বুফে স্টেশনের পাশাপাশি অতিথিরা দেশি মাছের কারী, বিরিয়ানী, কলার বোরা, কাজুবারফি, বিভিন্ন প্রকার সন্দেস ও সরবতসহ আরও অনেক দেশীয় খাবার উপভোগ করতে পারবেন।  

জনপ্রতি ৩,৯০০++ টাকায় এ বুফে আয়োজন অতিথিদের জন্য খোলা থাকবে সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১১:৩০ পর্যন্ত।

ব্যাংক ও মোবাইল অপারেটর পার্টনারদের সাথে অতিথিদের জন্য একটি কিনলে একটি ফ্রি ও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকছে।  

বিস্তারিত জানতে ০১৯৯০ ৯০০৯০০ / +৮৮ ০১৭৬৬ ৬৭৩৪৪৩ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।