ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শুধু সৌন্দর্য নয়, আছে আরও গুণ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
শুধু সৌন্দর্য নয়, আছে আরও গুণ বেকিং সোডা

বেকিং সোডা আমাদের ত্বকের সৌন্দর্য ধরে রাখে, ব্রণ ও বণের দাগ দূর করে, রোদে পোড়া ভাব কমিয়ে ত্বক উজ্জ্বল করে। এসব তো আমরা জানিই কিন্তু এর বাইরেও বেকিং সোডার রয়েছে অনেক গুণ।

জেনে নিন:
এক চামচ বেকিং সোডার হালকা গরম পানিতে মেশান। এগুলো ফল ও সবজি পরিষ্কারের দারুণ উপকরণ।

ময়লা ও কীটনাশক দূর করবে এটি।

বাসনের কালচে বা হলুদ দাগ দূর করতে বেকিং সোডা কার্যকর উপাদান। সরাসরি সোডা নিয়ে বাসন মাজুন।

একটি ছোট পাত্রে ১ চা চামচ বেকিং সোডা নিয়ে ফ্রিজে রেখে দিন, গন্ধ দূর হবে।

এক টেবিল চামচ বেকিং সোডা গরম পানিতে নিয়ে ধাতব ট্যাপ বা বেসিন পরিষ্কার করে নিতে পারবেন।

এক টুকরা ভেজা স্পঞ্জে কিছুটা বেকিং সোডা নিয়ে সেটা দিয়ে ফার্নিচার পরিষ্কার করুন। ফার্নিচার ঝকঝকে হবে।

এক কাপ ভিনেগারের সঙ্গে এক কাপ বেকিং সোডা মেশান। মরচে পড়া যেকোনো উপরিতলে এটা ঘষলে মরিচা চলে যাবে।

যে সব খেলনা বা বাসন প্লাস্টিকের তৈরি সেগুলো পরিষ্কার করতে পানির সঙ্গে বেকিং সোডা ব্যবহার করুন।

এক টেবিল চামচ বেকিং সোডা পানিতে নিয়ে সাদা কাপড় ধুলে উজ্জ্বলতা বাড়বে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।