ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বিশাল এক্সট্যাসি বসুন্ধরায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
বিশাল এক্সট্যাসি বসুন্ধরায় এক্সট্যাসি

ফ্যাশনকে সময়ের সঙ্গী করে তারুণ্যের চিন্তার ক্যানভাসে আরো বর্নিল করে তোলে ফ্যাশন স্টোর এক্সট্যাসি। সম্প্রতি পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ৭-এ গশিপ স্টোর চালু করেছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ডটি। 

এক্সট্যাসির কাপড়ের প্রিন্ট, নকশা ও প্যাটার্ন  ভিন্নতায় প্রাধান্য পায় তারুণ্য নির্ভর নতুনত্ব।  

পাশাপাশি কো ব্র্যান্ড তানজীম ও জারজেইন-এর ট্যাগলাইনে অনুসরণ করা হয় ফরমাল বা ক্যাজুয়াল লাইফস্টাইলের গর্জাস ট্রেন্ড।

এছাড়াও এক্সট্যাসির ডিজাইনার লেবেল তানজীম -এর ট্যাগ লাইনে পুরুষদের জন্য প্রিন্ট শার্ট, চিনো, পলো, ডেনিম ছাড়াও থাকছে জুতোর এক্সক্লুসিভ কালেকশন।  

ঝকঝকে ইন্টেরিয়র, ১২ হাজার বর্গফুটের বিশাল জায়গায় শপিং-এ আভিজাত্য এনে দেবে নতুন এই স্টোরটি।  

এক্সট্যাসি ও তানজীম ব্র্যান্ডের শীর্ষ নির্বাহী তানজীম হক বলেন, ফ্যাশনপ্রেমীদের শপিং সহজ করবার জন্যই এই ফ্ল্যাগশিপ আউটলেট। যেকেউ ক্যাটাগরি অনুসরণ করে পছন্দের পণ্য খুঁজে পাবেন এখানে।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।