ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ওয়েস্টিনে ঈদ আয়োজন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
ওয়েস্টিনে ঈদ আয়োজন  ওয়েস্টিনে ঈদ আয়োজন 

কোরবানির ঈদ মানেই নানা ঝক্কি আর কাজের ঝামেলা। সারাদিন পর মনে হয় ঈদটি বুঝি এলো আর চলে গেল। কিন্তু এই বিশেষ দিনটি ফুরিয়ে যাবার আগেই প্রিয়জনকে নিয়ে ঢুঁ মারতে পারেন ঢাকার গুলশানে অবস্থিত দি ওয়েস্টিন ঢাকায়। 

আপনার এই বিশেষ দিনটিকে মাথায় রেখে তাদের রয়েছে নানা আয়োজন।
ঈদের দিন প্রিয়জনদের নিয়ে যেতে পারেন তাদর ডেইলি ট্রিটস-এ।

 

চটপটি, ফুচকা, পাপড়িচাট ছাড়াও আপনার আড্ডার সঙ্গী হয়ে উঠবে মন ভোলানো কফি।  

এছাড়া সুইমিং পুলের পাশে বসে জুসের স্বাদ নিতে নিতে লাইভ মিউজিক উপভোগ করতে চাইলে চলে যেতে পারেন লেভেল ৫ এর পুলসাইড রেস্টুরেন্ট স্প্লাশ-এ। এখানে গান শোনাবে ফিলিপিনো ব্যান্ড চিলাক্স।  

পড়ন্ত বিকালে ২৩ তলার ওপর থেকে ঢাকার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ইতালীয় খাবার খেতে চাইলে চলে আসুন তাদের প্রেগো রেস্টুরেন্টে। মজাদার খাবারের সাথে ঢাকার সৌন্দর্য তো বোনাস।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।