ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মানুষ তো মানুষেরই জন্য

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
মানুষ তো মানুষেরই জন্য বন্যাদুর্গতদের পাশে

ঈদ সামনে রেখে বন্যাদুর্গতদের জন্য ফ্যাশন হাউস ইনফিনিটি মেগা মল ত্রাণ বিতরণ করেছে। 

'মানুষ মানুষের জন্য' এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনা জেলার কলমাকান্দা ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর হাওর এলাকার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ দেশীয় প্রতিষ্ঠিত ফ্যাশন ব্র্যান্ডটি।  

সম্প্রতি ৫২০টি পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ইনফিনিটি মেগামলের ডিরেক্টর মুনিরুল হক খান।

নেত্রকোণা জেলার কমলাকান্দা ইউনিয়নের হরিণদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগডরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বদ্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করা হয়।  

অন্যদিকে সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করা হয় মধ্যনগর থানার চামরদানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। প্রতিটি পরিবারকে ত্রাণ হিসেবে চাল, তেল, লবণ, ডাল ও চিনি দেওয়া হয়।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।