ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঈদ ও বিয়ের কালেকশন গুলশান শাড়ি মিউজিয়ামে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
ঈদ ও বিয়ের কালেকশন গুলশান শাড়ি মিউজিয়ামে গুলশান শাড়ি মিউজিয়াম

ঈদ কিংবা বিয়ে যেকোনো অনুষ্ঠানেই নারীর সৌন্দর্য ফুটিয়ে তুলতে শাড়ির বিকল্প নেই। আর ঈদ ও বিয়ের অনুষ্ঠানে আভিজাত্যের ছোঁয়া দিতে গুলশান শাড়ি মিউজিয়াম সাজিয়েছে তাদের নতুন কালেকশন।

ওয়েডিং লেহেঙ্গা ও বুটিকস লেহেঙ্গার নান্দনিক কালেকশনের পাশাপাশি রয়েছে ঢাকাই জামদানি, খাদি বেনারসি, বেনারসি সিল্ক, জর্জেট বেনারসি রয়েছে তাদের কালেকশনে।

এছাড়াও থাকছে ভারতীয় ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রা ও সাত্বে সাচির ডিজাইন করা ট্রেন্ডি ও ফ্যাশনেবল পোশাকের কালেকশন।

নিয়মিত আয়োজনে থাকছে গাদোয়াল, তসর-সিল্ক, কোরা সিল্ক, জর্জেট, ক্রেফ, কান্তিপুরাম সিল্ক, ব্যাঙ্গালোর সিল্ক, দেশীয় তাঁতের শাড়ি, কোটা শাড়ি ও মাইসুর সিল্ক শাড়ি।  

বিস্তারিত জানতে যোগাযোগ: দোকান নং: ৯৭-১০০,  এবং ৭৫-৭৬ ব্লক- সি লেভেল: ৪ বসুন্ধরা সিটি, দোকান নং: ৯ ব্লক: এ লেন: ৮, ১৫/২ রোড- ৪ ব্লক- এ সেকশন- ১০,  মিরপুর বেনারসি পল্লী ও গুলশান পিংক সিটি বেজমেন্ট।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।