ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

কফি খেতে কোথায় কোথায়...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
কফি খেতে কোথায় কোথায়... কফি

আজকাল প্রায়ই আমরা পরিচিতজনকে কফির আমন্ত্রণ জানাই। আবার সারাদিনের ক্লান্তি দূর করে চাঙ্গা হতেও প্রয়োজন এক মগ কফি। 

কফির জন্য পৃথিবীর বিখ্যাত শহরের নাম জেনে নেই আর সেখানে গেলে পছন্দের কফির স্বাদ নেই।

কফি খেতে কোথায় কোথায়...

লন্ডন
এসপ্রেসোকে ভিন্নমাত্রায় এনে অসিস এবং কিউস শহরে প্রথম কফিসপ শুরু হয়। এখানে ফ্ল্যাট হোয়াইট এবং ক্যাপাচিনোর চাহিদা সবচেয়ে বেশি।


পূর্ব লন্ডনের অলপ্রেস, ক্লিম্পসন অ্যান্ড সনস এবং ক্যারাভ্যানে পাবেন আপনার প্রিয় স্বাদের কফি।

মেলবোর্ন

মেলবোর্নে কফির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। একই সঙ্গে গড়ে উঠছে কফি কালচার। কফি যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে পুরো মেলবোর্ন শহরে আপনার ভালো লাগবে না এমন কফি খুঁজে পাওয়া দুষ্কর।

উত্তর মেলবোর্নের অকশন রুমস, দক্ষিণ মেলবোর্নর ডেডম্যানে এসপ্রেসোতে হোয়াইট হোয়াইট লাটেস, ক্যাপাচিনো, ফ্ল্যাট হোয়াইটের পাশাপাশি পিকোলো লাটেসও পাবেন আপনার পছন্দের স্বাদের কফি।

রেকযাভিক, আয়ারল্যান্ড
স্ক্যান্ডানেভিয়ানদের মাথাপিছু কফি গ্রহণের হার পৃথিবীতে সবচেয়ে বেশি। একইভাবে আয়ারল্যান্ডের অধিবাসীরাও কফি বলতে পাগল।

খুব বেশি আগের কথা নয়, রেকযাভিকে কফি ছিল খাবারের চেয়েও বেশি প্রিয়। মূলত স্প্রেসো ধরনের কফি খেতে তারা কফি হাউসে যান।

ক্যাফিটার, স্টোফেন এবং ক্যাফিসমিডজাতে আপনার প্রিয় স্বাদের কফি পেয়ে যাবেন।

রোম
ইতালিয়ান সংস্কৃতির একটি অংশ কফি। হাতে গুণে কয়েকজনকে পাওয়া যাবে যারা কফি খান না। রোসাটি, সেইন্ট, ইস্তাসি আপনাকে দিতে পারে সেরা মানের এক পেয়ালা স্প্রেসো।

সিঙ্গাপুর
সিঙ্গাপুরের জীবনযাত্রায় সবসময়ই অংশ হয়ে আছে কফি। চায়নাটাউনের স্ট্রেঞ্জারস রিইউনিয়ন, পাসার বেলা বাজারে ডাচ কলোনি’র এক পেয়ালা লাটে, মোচা কিংবা ক্যাপাচিনো আপনাকে চাঙ্গা করে দিতে পারে মুহূর্তেই।


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।