ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ওয়েস্টিনে মাক্সিকান ফিয়েস্তা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
ওয়েস্টিনে মাক্সিকান ফিয়েস্তা মেক্সিকান খাবার

দি ওয়েস্টিন ঢাকা সপ্তাহব্যাপী আয়োজন করেছে মেক্সিকান খাবারের বিশাল সমাহার “ মেক্সিকান ফিয়েস্তা”। ২১শে অগাস্ট থেকে ২৭শে অগাস্ট পর্যন্ত উৎসবটি চলবে তাদের বুফে রেস্তোরাঁ সিসনাল টেস্টে।

সপ্তাহ জুড়ে পরিবেশন করা হবে সুস্বাদু মেক্সিকান খাবার।  

মেক্সিকান খাবার তার রঙ, সুগন্ধ ও আকর্ষণীয় পরিবেশনের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত।

বিভিন্ন মসলা, ভুট্টা ও মরিচের মিশ্রণ এই খাবারে যোগ করে ভিন্নও স্বাদ। আর এই জন্য হাজার বছরেরও বেশি সময় ধরে মেক্সিকান খাবার ধরে রেখেছে নিজের অনন্য স্থান।

বলিলস, কামতে, কামিতাস, ছিলাকুলিস, ফাযিতাস, ফিলেত দে পেস্কাদ, তাকস, টাকও আল পাস্তর, বারবাকয়া, সালসা ভেরদে, সালসা চিপটলে সহ আরও রকমারি খাবারের বুফে আয়োজন থাকবে এখানে।

এখানেই শেষ নয়, আরও থাকছে বিভিন্ন স্যুপ ও মিষ্টির আইটেম।

বুফে ডিনারের মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৫০০০ টাকা। রয়েছে বিভিন্ন ব্যাংক ও টেলিফোন কোম্পানির বাই ওয়ান গেট ওয়ান অফারগুলোও।  
বুকিং এর জন্য যোগাযোগ করুন +৮৮০১৭৩০৩৭৪৮৭১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।