ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঝটপট উৎসব চটপট তৈরি

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০
ঝটপট উৎসব চটপট তৈরি

বাঙালি উৎসবপ্রিয়। প্রায়ই কোনো কোনো ঘরোয়া অনুষ্ঠান লেগেই থাকে।

আজ বন্ধুর জন্মদিন তো কাল আরেকজনের বিবাহ বার্ষিকী। অনেক সময় কর্মক্ষেত্র বা অফিস থেকেই ছুটতে হয় অনুষ্ঠানবাড়িতে।

ঘরোয়া অনুষ্ঠান বলেই তো আর ঘরে আমরা যেভাবে থাকি সেভাবে যাওয়া যায় না। চাই একটু গোছগাছ, খানিকটা সাজুগুজু। আসুন জেনে নিই চটপট তৈরি হয়ে বেড়িয়ে পড়ার কিছু টিপস ।

  • সকালে বাসা থেকে বের হওয়ার সময়ই অনুষ্ঠান বুঝে পোশাক পরে বেড়িয়ে পড়ুন
  • ব্যাগে পেস্ট-ব্রাশ রাখুন। অফিস শেষে ওয়াশ রুমে গিয়ে দাঁত ব্রাশ করুন
  • মুখ ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন। সারা দিনের অফিস করার ক্লান্তি দূর হয়ে যাবে
  • মুখে হালকা করে ফাউন্ডেশন দিয়ে একটু ফেসপাউডার লাগিয়ে নিন
  • চোখে কাজল, মাসকারা ও লাইনার লাগান, ড্রেসের সঙ্গে মিলিয়ে হালকা আইশ্যাডো লাগান
  • ঠোঁটে একটু লিপস্টিক দিন
  • এবার দুই গালে হালকা করে ব্লাশন বুলিয়ে দিন
  • এক জোড়া পার্টি জুতা সবসময় অফিসে রাখুন
  • রেডি হয়ে জুতা বদলে বেড়িয়ে পড়ুন অনুষ্ঠানবাড়ির উদ্দেশে


সাজার এই উপকরণগুলো একটি ছোট বক্সেই পাওয়া যায়। কাজেই নো টেনশন। কিন্তু আপনি যখন বলবেন অফিস থেকে সরাসরি চলে এসেছেন, অনেকেই দেখবেন বিশ্বাস করছেন না, কেউ টিপ্পনীও কাটতে পারেন । আপনি কিছুই বলবেন না, শুধু মুখ টিপে হাসবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১২৪০, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।