ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নতুন বিনোদন পার্ক ফ্যান্টাসি আইল্যান্ড

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
নতুন বিনোদন পার্ক ফ্যান্টাসি আইল্যান্ড

ব্যস্ত নগরীতে কাজের ফাঁকে বিনোদনের জন্য ঘুরে আসা চাই কোনো মনোরম স্থান থেকে। আর যদি সেখানে থাকে মজার মজার সব রাইড তাহলে তো কথাই নেই! 

ব্যস্ত নগরীতে কাজের ফাঁকে বিনোদনের জন্য ঘুরে আসা চাই কোনো মনোরম স্থান থেকে। আর যদি সেখানে থাকে মজার মজার সব রাইড তাহলে তো কথাই নেই! 

এ কারণে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী বিনোদন পিপাসু মানুষের জন্য রাজধানীর উত্তরায় ১৫ নাম্বার সেক্টরে খালপাড়ের দিয়াবড়িতে রয়েছে ফ্যান্টাসি আইল্যান্ড উত্তরা।

যেখানে রয়েছে মজার মজার সব রাইড।  

পার্কটিতে রয়েছে ২৩টি রাইড এর মধ্যে রয়েছে- লেডি বাগ, রোলার কোস্টার, বানজি জাম্প, পেন্ডুলাম, স্যুইং কার ও ক্রাশের মতো মজাদার সব রাইড। এছাড়াও পার্কটিতে থাকছে সুইমিং কমপ্লেক্স।

রাউডগুলোর পাশাপাশি শিশুদের জন্য রয়েছে দেশসেরা জাদুকর আলী রাজের ম্যাজিক শো সেই সঙ্গে পাপেট শো। পাঁচ হাজার স্কয়ার মিটারের ফুড জোন এবং ভিন্নধর্মী এক অডিটোরিয়াম।  

‍পার্কটির প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এছাড়া পার্কে থাকা বিভিন্ন রাইডগুলোর মধ্যে চড়া যাবে ৩০ থেকে ১০০ টাকার মধ্যে। তবে বয়স্ক, প্রতিবন্ধী ও দুই বছরের শিশুদের জন্য রয়েছে বিনামূল্যে প্রবেশের সুযোগ।  

ঠিকানা: সোনারগাঁ জনপথ, দিয়া বাড়ি, ঢাকা -১২৩০

যোগাযোগ: ++৮৮ ০১৮৪১২৪২৭০৪
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।