ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ক্যাটস আইয়ে ম্যানইকেন চ্যালেঞ্জে মিলবে পুরস্কার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
ক্যাটস আইয়ে ম্যানইকেন চ্যালেঞ্জে মিলবে পুরস্কার

উনিশ শতকে ফ্রান্স প্রথম মোম দিয়ে ফ্যাশন ম্যানইকেন তৈরি করে। কালের বিবর্তনে প্লাস্টার বা কাঠ ঘষা মাজা করে আজকের এই বিবর্তিত ম্যানইকেন।

উনিশ শতকে ফ্রান্স প্রথম মোম দিয়ে ফ্যাশন ম্যানইকেন তৈরি করে। কালের বিবর্তনে প্লাস্টার বা কাঠ ঘষা মাজা করে আজকের এই বিবর্তিত ম্যানইকেন।

ক্লদিং ও লাইফস্টাইল স্টোরগুলোতে পণ্যের প্রদর্শনে জনপ্রিয় ম্যানইকেন এখন বেশ চলতি আমাদের দেশেও। এবার এই ম্যানইকেনের মতো স্থির থেকে তুলে ধরুন আপনার লাইফস্টাইল।

বুদ্ধিমত্তা এবং স্টাইলিশ উপস্থাপনার মাধ্যমে আপনি তৈরি করুন আপনার নিজের বা গ্রুপ ম্যানইকেন ভিডিও চিত্র। ফেসবুকে জনপ্রিয় হওয়া ভিডিও ট্রেন্ড ম্যানইকেন চ্যালেঞ্জের মাধ্যমে জানান দিন আপনার স্বকীয়তা।

লাইফস্টাইল স্টোর ক্যাটস আই এর ম্যানইকেন চ্যালেঞ্জে অংশ নিন এবার আপনিও। এ জন্য আপনাকে নিজের তৈরি ভিডিওটি ফেসবুক টাইম লাইনে শেয়ার দিয়ে লিখতে হবে #CatsEye#MannequinChallenge.

ক্যাটস আই এর ফেসবুক ফ্যান পেইজে নির্বাচিত তিনটি ভিডিও শেয়ার দেওয়া হবে। বিজয়ীরা পাবেন সর্বোচ্চ দশ হাজার টাকার গিফট ভাউচার। ক্যাটস আইয়ের ম্যানইকেন চ্যালেঞ্জে অংশ নেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর।

বিস্তারিত এবং প্রতীকী ম্যানইকেন ভিডিও দেখতে যেতে হবে ক্যাটস আই এর ফেসবুক পেইজে।

ঠিকানা:https://www.facebook.com/CatsEyeLtd/?fref=ts

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।