ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ফ্যাশনে কুর্তি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ফ্যাশনে কুর্তি

প্রতিদিনের চলাফেরা আর ক্যাজুয়াল লাইফস্টাইলে আরামদায়ক বলে কুর্তি এখন সবার পছন্দ। আর তাই ফ্যাশনে যোগ হয়েছে নানা প্যার্টানের কুর্তি।

সব ঋতুতে পরার জন্য একটু ঢিলেঢালা কুর্তির স্টাইল চলছে। এমনই বেশ কিছু কুর্তির সম্ভার নিয়ে অপেক্ষা করছে জনপ্রিয় ফ্যাশন হাউস ইনফিনিটি মেগা শপ।  

ফরমাল পরিবেশে লংকাটের কুর্তি আভিজাত্য ফুটিয়ে তোলে। এ ধরনের কুর্তি মানিয়ে যাবে রাতে ও দিনের সব সময়ই। ডিজাইনে ভিন্নতা ও পার্টি লুক আনতে লং কুর্তিতে বেল্ট, ইলাস্টিক, জিপার ও ফিতার ব্যবহার এখন খুবই ট্রেন্ডি। প্রয়োজন মতো ঢিলে বা আটঁ সাঁট করে নেওয়া যায়।

কুর্তিগুলো আরামদায়ক লিলেন কাপড়ে তৈরি করা হয়েছে। প্যাটার্ন ও কাটিং-এও রয়েছে ভিন্নতা। কুর্তিগুলোকে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে কাজ করা হয়েছে।  

পার্টিতে পরার মতো কুর্তিগুলোরও মূল্য রাখা হয়েছে সবার সাধ্যের মধ্যে। মাত্র ১০৫০ থেকে ১২৫০ টাকার মধ্যে।  

রাজধানীর বসুন্ধরা সিটি শাপিং মল, ফিউচার পার্ক, বেইলি রোড, উত্তরাসহ ইনফিনিটির সবগুলো শোরুমে কুর্তি রয়েছে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।