ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ক্যাসকেইড লাউঞ্জে নতুন মেন্যু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
ক্যাসকেইড লাউঞ্জে নতুন মেন্যু

নতুন খাবারের স্বাদ পেতে সবাই পছন্দ করে। আর বাঙালি ভোজন রসিকদের কথা বলাই বাহুল্য।

এজন্যই আমারি ঢাকা তাদের অতিথিদের রসনা বিলাসে প্রতিনিয়ত তাদের মেন্যুতে যুক্ত করে চলেছে নিত্য নতুন স্বাদ ও ধারার খাবার।
 
এরই ধারাবাহিকতায়  আমারি ঢাকার ক্যাসকেড লবি লাউঞ্জে যুক্ত হয়েছে ব্রেইকড চিকেন ব্রেস্ট স্টাফড উইথ টার্কি বেকন, মাশরুম এন্ড হারবস,প্যান সিয়ার্ড সি বেস সহ মজাদার সব মিষ্টি আইটেম যেমন কেক,প্যান কেক,ম্যাকারন ইত্যাদি।

আর রেগুলার মেন্যুতে সিজার সালাদ,স্যান্ডউইচ,র্যা প,পানিনি,পাস্তা, পিৎজা সহ অন্যান্য আইটেম তো থাকছেই।

অতিথিদের সেবায় রকমারি খাবার পরিবেশনের জন্য ২৪ ঘণ্টাই প্রস্তুত থাকে এই ক্যাসকেড লবি লাউঞ্জ।

ঋতু বদলের সাথেই বদলে যাওয়া ক্যাসকেড লাউঞ্জের নতুন মেন্যুর স্বাদ নিতে যেতে পারেন আমারি ঢাকায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।