ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ইন্টারন্যাশনাল হোমওয়্যার বনানীতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
ইন্টারন্যাশনাল হোমওয়্যার বনানীতে

সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে নগরীর বনানীতে ইন্টারন্যাশনাল হোমওয়্যার (আইএইচডব্লিউ)-এর নবম শো রুম উদ্বোধন করা হলো।

র‌্যাম্প মডেল রুমা, ইমি ও অভিনেতা নাঈম এটি উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন আইএইচডব্লিউ-এর ম্যানেজিং ডিরেক্টর মঈন-উর রহমান, সহকারী অপারেশন ম্যানেজার রাশেদ-উল আলম সহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মঈন-উর রহমান বলেন, সমগ্র দেশব্যাপী হাজারো খুচরা ও খ্যাতনামা সুপারস্টোরের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনা করে আসছে। নগরীর বিভিন্ন জায়গায় আমাদের আরো আটটি শো-রুম রয়েছে।

তিনি আরও বলেন, নগরীর গুলশান ও বনানী এলাকার অভিজাত ক্রেতাদের জন্যই আমাদের বনানীর এই শো-রুম। এখানে রয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্যতিক্রম ডিজাইনের কাচের পণ্য, রান্নার সামগ্রী ও ঘরের ইলেকট্রিক পণ্যসামগ্রীর বিপুল সমারোহ। ’

যোগাযোগ: হাউজ-৫, রোড-৭, ব্লক-এফ, ঢাকা-১২১৩।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।