ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সুন্দরের আয় বেশি-সুন্দরীর বুদ্ধি কম!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
সুন্দরের আয় বেশি-সুন্দরীর বুদ্ধি কম!

আমাদের দেশের প্রেক্ষিতে অনেকেরই ধরণা সুন্দরী নারী অন্যদের তুলনায় কর্মক্ষেত্রে বেশি সুবিধা ভোগ করেন। আর তার আয়ও অন্যদের চেয়ে বেশি।

কিন্তু আমাদের এই ধারণাকে ভুল প্রমাণিত করেছে সাম্প্রতিক সময়ের এক গবেষণা।

গবেষণায় বলা হয়েছে সুদর্শন পুরুষ কর্মী সাধারণ চেহারার অন্য সহকর্মীদের সমান কাজ করেও তাদের চেয়ে ২২ শতাংশ পর্যন্ত বেশি অর্থ উপার্জন করেন।

গবেষণাটি পরিচালনা করেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনির্ভাসিটির সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ অ্যান্দ্রো লেই। তিনি  টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, খুব সাধারণ চেহারার কর্মীদের প্রতিনিয়ত কর্মক্ষেত্রে শুধুমাত্র টিকে থাকার জন্যই এক ধরণের অদৃশ্য সংগ্রাম চালিয়ে যেতে হয়।

আর নারীদের সৌন্দর্য কর্মক্ষেত্রে খুব বেশি সুবিধা এনে দিতে পারে না। তার কারণ হিসেবে অ্যান্দ্রো বলেন, এখনও অনেকেই বিশ্বাস করেন, সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা পরস্পর বিরোধী। তাই সুন্দরী নারীদের মধ্যে বুদ্ধি এবং সৃজনশীলতার অভাব রয়েছে।

https://www.facebook.com/bnlifestyle

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।