ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ডিজে ফেস্ট!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
ডিজে ফেস্ট!

বাংলাদেশে প্রথম বারের মতো নন্দন পার্ক আয়োজন করছে ডিজে ফেস্ট। ডিজে ফেস্ট অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর ২০১৪ শুক্রবার নন্দন পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে।



যে কেউ নন্দন ওয়াটার ওয়ার্ল্ডে প্রবেশ করে এই ডিজে ফেস্ট উপভোগ করতে পারবেন। ডিজে ফেস্ট শুরু হবে সকাল ১১:০০টা থেকে। সারা দেশ থেকে ১০জন ডিজে সিলেক্ট করে তাদের বাজানোর সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নন্দন পার্কের হেড অফ মার্কেটিং জুবায়েদ আল হাফিজ  বাংলানিউজকে বলেন, এটা কোনো প্রতিযোগিতা নয়, যারা ডিজে পছন্দ করেন তাদের জন্য একটা আনন্দ মেলা।

যারা ডিজে হিসেবে বাজাতে চায় তাদের কে নন্দন পার্কের ফেসবুক পেজে ছবিসহ পোস্ট  করতে হবে আগামী ১৫ নভেম্বর ২০১৪ এর মধ্যে।

অতিথিদের জন্য আরও আনন্দ বাড়িয়ে দিতে নন্দন পার্ক দিচ্ছে  বিনামূল্যে ডিজে ফেস্ট উপভোগের সুযোগ।

এই আনন্দ আয়োজন বিনামূল্যে উপভোগ করতে নন্দন পার্কের ফেসবুক পেজে ছবি পোস্ট করতে হবে।

নির্বাচিত সৌভাগ্যবানদের জানিয়ে দেওয়া হবে। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

নন্দনের ফ্যান পেজ https://www.facebook.com/nandanparkbd

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।