ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বস্তির শিশুদের জন্য

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৪
বস্তির শিশুদের জন্য

বস্তির সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবারের শিশুদের সুন্দর জীবন গড়ে তোলার জন্যই গত ২ নভেম্বর রোকেয়া ফাউন্ডেশন শুরু করেছে প্রথম স্কুল।

বনানীর টি এন্ড টি মাঠ সংলগ্ন বস্তিতে অসহায় শিশুদের জন্য এই স্কুলের উদ্বোধন করেন রোকেয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আয়েশা আক্তার জাহান।



প্রাথমিকভাবে ৩২ জন শিক্ষার্থী নিয়ে এই স্কুলটি যাত্রা শুরু করলেও অচিরেই এই স্কুলের মাধ্যমে ৫০০ শিশুকে শিক্ষার সুযোগ দেয়া হবে বলে জানান আয়েশা আক্তার জাহান।

পাঠ্য বইয়ের শিক্ষাদানের পাশাপাশি সমাজে নিজের সম্মান নিয়ে চলার জন্য সচেতন করে তৈরি করা হবে এই স্কুলের শিক্ষার্থীদের। এরা ভবিষ্যতে দেশের সম্পদ হয়ে গড়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আয়েশা আক্তার বলেন, শুধু রাজধানীতেই নয় আগামী ৫ বছরের মধ্যে দেশের সব কয়টি বিভাগে অসহায় শিশুদের জন্য রোকেয়া ফাউন্ডেশন অন্তত একটি উন্নত মানের বিনা বেতনের শিক্ষা প্রতিষ্ঠান চালু করবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।