ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

প্রস্তুতি কি শুধুই কনের?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৪
প্রস্তুতি কি শুধুই কনের?

ঈদের পরপরই আমাদের দেশে বিয়ের ধুম পরে যায়। অনেকেই এই ঈদের ছুটিতে শুভকাজটি এগিয়ে নিতে  পাত্র-পাত্রী দেখা শুরু করেছেন।


 
আমাদের সমাজে আগের মতো এখন আর দেড় হাত ঘোমটা টেনে মেয়ে দেখার চল নেই। শিক্ষা এবং সময় মানুষকে অনেক আধুনিক করে তুলেছে। তাই বিয়ের পাত্র-পাত্রীর প্রথম দেখায় যে বিষয়গুলো লক্ষ রাখা উচিৎ:

•    হুট করে পাত্র-পাত্রীর মুখোমুখি না হয়ে আগে থেকে একটু কথা বলে নেয়াই বুদ্ধিমানের কাজ। খুব বেশি কিছু না হলেও দেখা হওয়ার আগে দুই-একদিন কথা বলে কোথায়, কখন দেখা করবেন ইত্যাদি ঠিক করে নিন

•    পাত্র-পাত্রী দেখা করার সময় অনেক বন্ধু বা আত্মীয় নিয়ে যাওয়া ঠিক নয়। এতে মেয়েটি কথা বলতে সংকোচ বোধ করতে পারেন

•    প্রথমেই ঘটা করে বাড়িতে না গিয়ে শপিং সেন্টার বা খাবারের দোকানে দেখা করুন

•    পরিবারের দায়িত্ব অবশ্যই পাত্রী দেখার বিষয়টি পাত্র-পাত্রীকে জানানো

•    বিয়ের জন্য যাকে দেখতে গেলেন তাকে কোনো একটি কারণে আপনার পছন্দ

•    না হতেই পারে। তবে তাৎক্ষণিক ভাবে তা প্রকাশ করা ঠিক নয়

•    সৌজন্য বজায় রাখুন এবং কোনো রকম তাড়াহুড়ো না করে আলোচনা শেষ করে তবেই উঠুন

•    আলোচনার শুরুতে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলে হালকা কোনো বিষয় দিয়ে আলাপ শুরু করুন

•    অহেতুক নিজের সম্পর্কে বাড়িয়ে কিছু বলবেন না। নয়তো সম্পর্ক হওয়ার পর এই বিষয়গুলো অন্যের সামনে চলে এলে বিব্রত হতে হবে

•    প্রথম আলাপেই আপনার দৃষ্টিভঙ্গি এবং জীবন যাপন সম্পর্কে অন্যজনকে ধারণা দিন এবং তারটাও জেনে নেওয়ার চেষ্টা করুন

•    নিজেকে স্মার্ট দেখানোর জন্য যেমন খুব বেশি জাহির করা যাবেনা, তেমনি কোনো কথা না বলে বসে থাকাও ঠিক নয়

•    স্বাভাবিক কথা বলুন। পছন্দ এবং আগ্রহের বিষয়গুলো শেয়ার করুন

বিয়ে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সঠিক জীবনসঙ্গী বেছে নিন। সুখী হোন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।