ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বসুন্ধরা শপিংমলে বাংলা পারফিউমের ‘মাই বারবেরি’

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
বসুন্ধরা শপিংমলে বাংলা পারফিউমের ‘মাই বারবেরি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পারফিউম ব্যবহার এখন আর শুধু উন্নত দেশের উচ্চবিত্তের মধ্যেই সীমাবন্ধ নেই। তাই আমাদের দেশের নারীদের জন্য বিশ্বসেরা সুগন্ধি মাই বারবেরি এখন বাংলাদেশে।



শনিবার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সুগন্ধিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জয়া আহসান।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর শপিংমলের ৭ম তলার পারফিউম ওয়ার্ল্ডে কেক কেটে ভক্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন জয়া।  

মাই বারবেরির যাত্রা শুরুর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলা পারফিউমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার নজরুল ইসলাম, চেয়ারম্যান ফরিদুল হাসান চৌধুরী, পরিচালক রেশাদ এইচ খান, নির্বাহী পরিচালক জাকির হোসেন ও মহা-ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর।

সেপ্টেম্বর মাস থেকেই ঢাকা ও চট্টগ্রামে নিজস্ব আউটলেটসহ ফ্যাশন হাউস এক্সট্যাসি, আর্টিস্টি কালেকশন, অ্যামবার লাইফস্টাইল, রেইনবো, ভাসাভি, ডায়মন্ড ওয়ার্ল্ডে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের বাংলা পারফিউম সুগন্ধিটির একমাত্র পরিবেশক।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।