ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ঈদ-পূজায় স্বপ্ন লাইফ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
ঈদ-পূজায় স্বপ্ন লাইফ

আসন্ন ঈদ-উল-আযহা ও পূজাকে সামনে রেখে সম্পূর্ণ নতুন এক আঙ্গিকের পোশাক নিয়ে এসেছে স্বপ্ন লাইফ। পোশাকে আছে সুপ্রাচীন মোঘল বাংলা ইতিহাসের মায়া জড়ানো সব স্থাপত্যকলার ছাপ এবং বাহারি রঙের কাজ।



টেরাকোটা থেকে ইন্সপেরেশন নিয়ে স্বপ্ন লাইফের ডিজাইনার মন দিয়েছেন নিপূণ সব নকশায়। তাই পোশাকে থাকছে অভিজাত রুচির ছোঁয়া।

পোশাকের ডিজাইনে জ্যামিতিক ধারার ব্যবহার, ফুলেল আবহের মতো অনন্য বিষয়গুলোও যেকোনও ফ্যাশন সচেতন মানুষের নজড় কাড়তে বাধ্য।

স্বপ্ন লাইফের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন,‘ ফ্যাশন মানেই গ্লামার। যুগে যুগে ফ্যাশন তার পরিক্রমা পার করেছে সময়ের শ্রেষ্ঠ নজড়কাড়া উপহার আর অলংকার নিয়ে। এবারের স্বপ্ন লাইফ কালেকশনে আমরা ক্রেতাদের এমনই এক বিশেষ ধারার ফ্যাশন সমৃদ্ধ পোশাক উপহার দেবার চেষ্টা করেছি, যেখানে নিজেকে মেলে ধরবার জন্য আপনার ফ্যাশন আপনার জন্যই কথা বলবে। ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।