ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ভোজনরসিকদের জন্য ফুডপান্ডার নতুন অ্যাপস

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪
ভোজনরসিকদের জন্য ফুডপান্ডার নতুন অ্যাপস

ইন্টারনেট ব্যবহারকারী ভোজনরসিকদের জন্য ই-কমার্স সাইট ফুডপান্ডা চালু করেছে ৩টি নতুন মোবাইল অ্যাপস। আইফোন, অ্যানড্রয়েড ও উইন্ডোজ মোবাইল ফোনের উপযোগী করে অ্যাপসগুলো তৈরি করা হয়েছে।



নতুন অ্যাপসের মাধ্যমে লোগো ও থিম কালারে পরিবর্তন এনেছে ফুডপান্ডা। কমলা রঙের মাঝে পান্ডার ছবি দিয়ে তৈরি করা হয়েছে অ্যাপস আইকন।

ফুডপান্ডা বাংলাদেশের বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ বাংলানিউজকে বলেন, এই অ্যাপসগুলোর মাধ্যমে খুব সহজেই যে কেউ পছন্দের খাবার অর্ডার দিতে পারছেন। বর্তমানে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ফুডপান্ডা সেবা দিচ্ছে। তবে খুব শিগগিরই অন্যান্য বিভাগীয় শহরে সেবা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।