ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নতুন দরজা খুললো মুমু মারিয়া

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
নতুন দরজা খুললো মুমু মারিয়া

সফলতার সাথে তিন বছর পাড়ি দিয়ে গেল যমুনা ফিউচার পার্ক, ব্লক: বি-১৩, গ্রাউন্ড ফ্লোর-এ নতুন দরজা খুললো ফ্যাশন হাউস মুমু মারিয়া। যৌথভাবে ফিতা কেটে নতুন এই শোরুমের উদ্বোধন করেন দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, শৈবাল সাহা, ফারাহ্ আনজুম বারী এবং লিপি খন্দকার।



এছাড়াও উপস্থিত ছিলেন মডেল আলিফ, ফারিহা ও বেনজিরসহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব। অনুষ্ঠানে ডিজাইনার এমদাদ হক বলেন, ‘মুমু মারিয়ার জন্মলগ্ন থেকেই আমি এর কাজ দেখেছি। মুমু মারিয়ার যে জিনিসটা আমার বেশি ভাল লাগে তাহলো পোশাকের ডিজাইনে পরিপাটি ও নিজস্ব সিগনেচার। যা একজন ডিজাইনার এমনকি প্রতিষ্ঠানের জন্য সবচে গুরুত্বপূর্ণ বিষয়। মুমু মারিয়া ভবিষ্যতে আরো ভালো কাজ করবে এই আমার প্রত্যাশা। ’

শৈবাল সাহা বলেন, সৃষ্টিশীল ডিজাইন দিয়ে মুমু মারিয়া এরই মধ্যে সবার নজড় কেড়েছে।

এছাড়াও ডিজাইনার ফারাহ্ আনজুম বারী এবং লিপি খন্দকারও তাদেরস্বাগত বক্তব্যে মুমু মারিয়ারর উজ্জল ভবিষ্যত ও মঙ্গল কামনা করেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।