ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সেভেন হিলে সেহরি ও ইফতার আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
সেভেন হিলে সেহরি ও ইফতার আয়োজন

পবিত্র রমজান উপলক্ষে প্রথমবারের মত সেহরির আয়োজন করেছে সেভেন হিল রেস্টুরেন্ট। পাশাপাশি বরাবরের মত থাকবে ইফতারের আয়োজনও।



বুফে আর প্যাকেজ দুই ক্যাটাগরিতেই পাওয়া যাবে ইফতারের আয়োজন। বুফে ইফতার ৬৭৫ টাকা আর ২০০ ও ২৫০ টাকায় পাওয়া যাবে প্যাকেজ ইফতার। আর সেহরির আয়োজনে থাকছে শুধুই বুফে। খরচ করতে হবে ৬৫০ টাকা।

এছাড়া থাকছে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে রাত্রীকালীন বিশেষ আয়োজন। ফ্রুটস রস মালাই, কিব্বার, দইবড়া, শাহী বিফ হালীম, নেহেরী, চিকেন ফ্রাই সাসলিক, ফাতলুছসহ আরও বেশ কিছু আইটেম। পাশাপাশি পাওয়া যাবে প্রচলিত ইফতার আইটেমও।

ইন্ডিয়া, থাই, চাইনিজ,  কন্টিনেন্টাল ও বাংলা খাবার পাওয়া যাবে এখানে। আর এসব খাবার চাইলে ক্যাটারিং করে নিতে চাইলে সে সুবিধাও মিলবে।

ডিকে টাওয়ার (লেভেল-৭), ৯৪ বীর উত্তম সি, আর, দত্ত রোড (পুরাতন সোনরগাঁও রোড) বাংলা মটর, ঢাকা-১২০৫।                                


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।