ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বেক্সিমকো-তে ফ্যাশনেবল লন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
বেক্সিমকো-তে ফ্যাশনেবল লন

ফ্যাশন সচেতন নারীদের পোশাকের কালেকশনে এবার যোগ হয়েছে বেক্সিমকো লাক্সারি লন। সম্প্রতি ওয়েস্টিন হোটেলের বলরুমে আয়োজিত ফ্যাশন শোতে নতুন এ পোশাকগুলো প্রদর্শন করা হয়।

বাংলাদেশ ও কয়েকটি দেশের মডেলরা এই শোতে অংশগ্রহণ করেন।

ফ্যাশন শোতে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বিদেশি রাষ্ট্রদূত ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

বেক্সিমকোর এই পোশাকগুলো দেশ-বিদেশের ফ্যাশন-সচেতন মেয়েদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। স্টিচ ও সেমি স্টিচ করা লনগুলো প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের ইয়েলো আউটলেটে পাওয়া যাবে।

পরবর্তীতে দেশের ইয়েলোর সবগুলো আউটলেটসহ দুবাই, টরন্টো ও নিউইয়র্ক সিটিতেও প্রতিষ্ঠানটির নিজস্ব আউটলেটে এসব পোশাক পাওয়া যাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।