ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বনানীতে ডোরস

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৪
বনানীতে ডোরস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফ্যাশনে তারুণ্য ও ওয়ের্স্টান লুককে প্রাধান্য দিয়ে পথ চলছে ডোরস। এবার বনানীতে প্রতিষ্ঠানটি নতুন শাখায় যাত্রা শুরু করেছে।



জমকালো ফ্যাশন শো’র মাধ্যমে শনিবার সন্ধ্যায় ডোরস বনানীর ১২ নম্বর রোডের ১০৪ বাড়িতে ফ্যাশনপ্রেমীদের জন্য নতুন দুয়ার খুলেছে।  

অতিথিদের নিয়ে কেক কাটেন ডোরস এর চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন, ডোরস শুধুমাত্র একটি ফ্যাশন ব্র্যান্ডই নয় বরং এটি মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার একটি মাধ্যম। তাদের স্বপ্নের পোশাকের সমাহার নিয়ে ডোরস কর্মব্যস্ত ও সামাজিক জীবনকে আরও সহজ, আরামদায়ক এবং রুচিসম্মত করে তুলতে কাজ করে যাচ্ছে।

আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, ব্যাগ জুতা জয়েলারির বিশাল সম্ভার নিয়ে ডোরস এরই মধ্যে তরুণদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।