ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আপনার শিশুটি কি আক্রমণাত্মক

রত্মা দে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১০
আপনার শিশুটি কি আক্রমণাত্মক

আপনার শিশুটি কি আক্রমণাত্মক, যেমন ধরুন- মারামারি করা, কোনও কারণ ছাড়াই লাথি ছোড়া বা থুথু ছিটানো বা রাগ হলে হাতের কাছে যা তা ছুঁড়ে মারা সেক্ষেত্রে জেনে নিন সম্ভাব্য কারণ ও টিপস।

কারণ-

  •   আত্মবিশ্বাসের অভাব।
  •   বাচ্চা তার সমস্যাগুলো ঠিকমতো বোঝাতে পারছে না।
  •    বাবা ও মার উপর অতিরিক্ত রাগ অথবা অভিমান ।
  •  হতাশ অথবা আক্রমণপ্রবণ বাচ্চাদের সঙ্গে মেলামেশা।
  •  বাবা ও মার মনোযোগ আকর্ষণের জন্য।
  • পরিবারের কোন সমস্যা অথবা বাইরের কাউকে মারপিট করতে দেখা; টিভিতে দেখা কোন মারপিটের দৃশ্য বা ভিডিও গেমস ।


সম্ভাব্য প্রতিকার-

  • পরিবারের বড়রা যদি চিৎকার চেচাঁমেচি করে বা রাগ করে জিনিসপত্র ভাঙ্গে তাহলে তার প্রভাব শিশুর উপর পড়তে বাধ্য। তাই সুচিন্তিত ভাবে রাগকে দমন করুন।
  • বাচ্চার মুখে হঠাৎ কোন খারাপ কথা শুনলে শুরুতেই তাকে বকা ঝকা করবেন না, তাকে সময় নিয়ে বোঝান।
  • শিশুকে সৃজনশীল কাজে বেশি ব্যস্ত রাখুন, ছোট বেলা থেকেই। সেটা গল্প শেখা হোক আর বাদ্যযন্ত্র বাজানোই হোক।
  • বাচ্চাদের সাথে ভুলেও মারামারি ধরনের খেলা খেলবেন না। তাহলে এই মনোভাবের প্রভাব আরো বেশি প্রকাশ পাবে।
  • আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবেন আপনার শিশু কোন নির্দিষ্ট ব্যক্তি বা পরিবেশ দেখলে আক্রমণাত্মক হয়ে ওঠে কিনা।
  • শিশুকে চেষ্টা করবেন ইনডোর গেমস থেকে আউট ডোর গেমসের প্রতি বেশি সংযুক্ত করতে।


বাংলাদেশ স্থানীয় সময় : ১২২৫, নভেম্বর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।