ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অশ্ব সঞ্চালনাসন করলে কী সুবিধা মেলে?

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
অশ্ব সঞ্চালনাসন করলে কী সুবিধা মেলে? অশ্ব স়ঞ্চালনাসন

প্রতিদিন কিছু ব্যায়াম বা ইয়োগা করলে উপকারিতা আছে। ওজন কমানো ছাড়াও শরীরের অনেক অসুস্থতা নিয়ন্ত্রণে রাখে বিভিন্ন ধরনের শারীরিক কসরত।

প্রতিদিন অশ্ব সঞ্চালনাসনটি সবার করা জরুরি। এই আসনটি নিয়ম মেনে করলে নিতম্ব ও পায়ের পেশির প্রসারণ হয়। চলুন জেনে নিই অশ্ব সঞ্চালনাসন করলে কী কী সুবিধা মেলে?

* শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে।  
* মেরুদণ্ডের যত্ন নিতে এই আসনটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  
* পেটের মেদ ছড়াতে পারে এই আসন।
* মানবদেহের স্নায়ুতন্ত্র ভালো রাখে।  
* কিডনির কোনো সমস্যা থাকলে করতে পারে অশ্ব স়ঞ্চালনাসন।  
* লিভার যত্নে রাখতেও নিয়ম করে এই আসনটি করতে পারেন। উপকার পাবেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।