ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রামগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার আ.লীগের ৩১ নেতাকর্মীর জামিন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
রামগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার আ.লীগের ৩১ নেতাকর্মীর জামিন 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ আইন-শৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতারকৃত আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী জামিন পেয়েছেন।  

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পান তারা।

গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে উপজেলার ভাদুর ইউনিয়নে ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে জড়ো হলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশের যৌথ অভিযানে তারা গ্রেফতার হন। পরদিন রামগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হলে আদালতের মাধ্যমে তাদের জেলার কারাগারে পাঠানো হয়। এর মধ্যে পাঁচজন ছাত্র কারাগারে বসে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এছাড়া গ্রেফতারকৃত অনেকেই স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত।  
 
আসামী পক্ষের আইনজীবী রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বাংলানিউজকে বলেন, ১৮ দিন আসামিরা কারাগারে ছিলেন। উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের মামলায় জড়ানো হয়েছিলো। আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোটের আগের দিন রাতে ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশের যুগী বাড়িতে বহিরাগতরা স্বশস্ত্র অবস্থান নেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশ ওই বাড়িতে যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৩১ জনকে গ্রেফতার করে। অস্ত্রগুলোর মধ্যে একটি এলজি, চারটি চাপাতি, একটি চুরি, বেশ কয়েকটি ককটেল ও দেশীয় তৈরি বিভিন্ন ধারালো অস্ত্র ছিল। ২৮ নভেম্বর র‌্যাবের দায়েরকৃত মামলায় তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।