ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্রতারণা মামলা, কাজী জাফরের ভাইকে ৩ বছর কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
প্রতারণা মামলা, কাজী জাফরের ভাইকে ৩ বছর কারাদণ্ড কাজী মনজুর আহমেদ

খুলনা: প্রতারণা এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাই কাজী মনজুর আহমেদের তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) খুলনা মুখ্য মহানগর হাকিম ইয়ারব হোসেন এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার বাসিন্দা সামিউল আলম লাসকির কাছ থেকে বিবাদী কাজী মনসুর আহমেদ মার্কেট বিক্রির নামে এক কোটি ২০ হাজার টাকা নেন। পরে মার্কেট এবং টাকা কিছুই না দিয়ে প্রতারণার আশ্রয় নিলে সামিউল আলম লাসকি আদালতে মামলা করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে খুলনার সিএমএম আদালতের বিচারক এ রায় দেন।

মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস। অপরদিকে বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাজু আহমেদ ও অ্যাডভোকেট আরজিনা সুলতানা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৬ , ২০২১
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।