ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

টাঙ্গাইল-৪ আসনের এমপির বৈধতা প্রশ্নে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১
টাঙ্গাইল-৪ আসনের এমপির বৈধতা প্রশ্নে রিট মোহাম্মদ হাছান ইমাম (সংগৃহিত, ফাইল ছবি)

ঢাকা: হলফনামায় শিক্ষাগত যোগ্যতার গড়মিলের অভিযোগ এনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগ দলীয়  সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খাঁনের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার ১৬ নভেম্বর বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

এ তথ্য জানিয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন স্থানীয় বাসিন্দা মোখলেছুর রহমান। তিনি হলফনমায় শিক্ষাগত যোগ্যতায় গড়মিল আছে উল্লেখ করে ২৫ জুলাই স্পিকার বরাবরে চিঠি দেন। বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য  নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেছেন। কিন্তু সেটি না হওয়ায় তিনি ওই চিঠি নিষ্পতিতে হাইকোর্টে আবেদন করেছেন।

আবেদনে ওই আবেদন নিষ্পত্তিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

শপথ নিয়েই অধিবেশনে যোগ দিলেন হাছান ইমাম খাঁন

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২১ 
ইএস/এসআইএস
   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।