ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা বার নির্বাচন: আওয়ামীপন্থি প্যানেলও চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
ঢাকা বার নির্বাচন: আওয়ামীপন্থি প্যানেলও চূড়ান্ত

ঢাকা: আসন্ন ঢাকা আইনজীবী সমিতির (২০২০-২০২১) নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীতা চূড়ান্ত হয়েছে। এই প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আহসান তারিক মনোনয়ন পেয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

এ প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আবদুল কাদের, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইমাম হোসেন মঞ্জু, ট্রেজারার পদে অ্যাডভোকেট মো. আনিসুর রহমান আনিস, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে এম হাবিবুর রহমান চুন্নু, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সিকদার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আতাউর রহমান খান (রুকু), সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট তাসলিমা আক্তার রীতা, অফিস সম্পাদক পদে অ্যাডভোকেট আবা খালেদ মাহমুদ দাইয়ান, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমন, সমাজ কল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট শায়লা পারভিন পিয়া মনোনয়ন পেয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে অ্যাডভোকেট এ এইচ এম শফিকুল ইসলাম সোহাগ, অ্যাডভোকেট মো. বাহারুল ইসলাম বাহার, অ্যাডভোকেট মো. মাসুম মৃধা, অ্যাডভোকেট মো. সাব্বির হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মো. মেহেদী হাসান মেরিন, অ্যাডভোকেট মো. রমজান আলী সরদার রানা, অ্যাডভোকেট এ বি এম ফয়সাল সারোয়ার, অ্যাডভোকেট মো. মাইন উদ্দিন, অ্যাডভোকেট সুলতানা রাজিয়া রুমা এবং অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ প্রিন্স এ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাংলাদেশ বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। গত নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশিরভাগ পদে এ প্যানেল থেকে আমাদের প্রার্থীরা জয়লাভ করেন। আশা করছি, আসন্ন নির্বাচনেও আমরা পূর্ণ প্যানেলে বিজয়ী হবো।

এর আগে গত ৩০ জানুয়ারি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেনকে সভাপতি ও অ্যাডভোকেট হোসেন আলী খান হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দিয়ে প্যানেল চূড়ান্ত করে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।

এই প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আব্দুল আল মামুন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাকায়েত উল্লাহ ভূইয়া (ছোটন), লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ. এম মাসুম, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম আকাশ ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবু হাসান রানা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে- অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), অ্যাডভোকেট মোছা. তাছলিমা আক্তার, অ্যাডভোকেট কাজী আফরোজা সুলতানা (ইভা), অ্যাডভোকেট ইয়াছিন মিয়া, অ্যাডভোকেট মো. আব্দুল বাসেত রাখী, অ্যাডভোকেট আজহার উদ্দিন রিপন, অ্যাডভোকেট এম.আর.কে রাসেল, অ্যাডভোকেট মো. তানভীর হাসান সোহেল, অ্যাডভোকেট মো. হোসনী মোবারক, অ্যাডভোকেট বাবুল আক্তার বাবু ও অ্যাডভোকেট সাদেকুল ইসলাম ভূইয়া (জাদু) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গত ২ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২১ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

সবশেষ ২০১৯-২০ মেয়াদে ঢাকা আইনজীবী সমিতির এ নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৮টি পদেই জয়ী হন আওয়ামীপন্থিরা। অন্যদিকে বিএনপিপন্থিরা সিনিয়র সহ-সভাপতিসহ তিনটি সম্পাদকীয় ও ছয়টি সদস্য পদে বিজয়ী হন।

** ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৬ ও ২৭ ফেব্রুয়ারি
** ইকবাল-হাসানের নেতৃত্বে লড়বে বিএনপিপন্থিরা

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।