ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রায় হতে বাধা নেই: দুদক আইনজীবী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
রায় হতে বাধা নেই: দুদক আইনজীবী

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারিক কার্যক্রম চলা নিয়ে তার লিভ টু আপিল খারিজ হওয়ার পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, বিচারিক আদালতে সোমবার (২৯ অক্টোবর) রায় হতে কোনো বাধা নেই।

সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে দেওয়ার পর খুরশীদ আলম এ কথা জানান।

তিনি বাংলানিউজকে বলেন, ‘এটা নিয়ে খালেদা জিয়া হাইকোর্টে গিয়েছিলেন।

সেখানে সরাসরি খারিজ হয়েছিলো। এর বিরুদ্ধে তিনি আপিল বিভাগে এসেছিলেন। গতকাল শুনানি হয়েছিলো। আজ আদেশের জন্য ছিলো। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ খারিজ করে দিয়েছেন। হাইকোর্টের অর্ডার বহাল থাকলো। ফলশ্রুতিতে আজকে বিচারিক আদালতে যে রায়ের জন্য দিন ধার্য ছিলো সেই রায় প্রকাশে প্রচারে কোনো আইনগত বাধা নেই। কারণ কোনো প্রকার স্থগিতাদেশ ছিলো না। ’ আদালতে খালেদার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদেশের পর জয়নুল আবেদীন বলেন, ‘অনেক সময় দেখা যায় রায়ের দিন ঠিক করেও পরবর্তীতে আদালত স্ব-ইচ্ছায় সে তারিখ পরিবর্তন করেন। এখন আদালত রায় দেবেন কি দেবেন না, এ মুহূর্তে সেটা বলার এখতিয়ার আমাদের নেই। ’

রায়ের পুনর্বিবেচনাতে আবেদন করবেন কি-না, এ প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন বলেন, ‘সিনিয়রদের সঙ্গে বসে আলোচনা করবো। আমরা মনে করি এটা রিভিউ করা দরকার। ’

বকশীবাজার কারা অধিদপ্তরের মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ চলছিল। নিরাপত্তার কারণ উল্লেখ করে ৪ সেপ্টেম্বর ওই মামলার বিচার কার্যক্রম পরিচালনার জন্য পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত–৫ বিচারক মো. আখতারুজ্জামান ২০ সেপ্টেম্বর এক আদেশে খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলাটির বিচার কার্যক্রম চলবে বলে আদেশে দেন। এর বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর হাইকোর্টে রিভিশন আবেদনটি করেন খালেদা জিয়া। যেটি ১৪ অক্টোবর খারিজ হয়ে যায়।

এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন খালেদা জিয়া। এর মধ্যে বিচারিক আদালত এ মামলার রায়ের জন্য ২৯ অক্টোবর (সোমবার) দিন ঠিক করেছিলেন। খালেদার লিভ টু আপিল খারিজ হয়ে যাওয়ায় খুরশীদ আলম খানের ভাষ্যে, সোমবারই বিচারিক আদালতে রায় হতে কোনো বাধা নেই।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ইএস/এইচএ/

** ‘সোমবার রায় হবে না কিনা বলার এখতিয়ার নেই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।