ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড রায় ঘোষণার সময় আসামিদের আদালতে আনা হয়। ছবি-বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরী জয়নাল হত্যা মামলায় মতিন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

আসামিদের উপস্থিতিতে বুধবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এ রায় ঘোষণা করেন। এ মামলায় হুমায়ূন মিয়া নামে আরেক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত মতিন সদর উপজেলার আবদুল হক দফাদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন (৫২) স্থানীয় আমতলি বাজারে নৈশ প্রহরী ছিলেন। দায়িত্ব পালনকালে ২০১৪ সালের ১৬ জুলাই দিনগত রাতে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ১৭ জুলাই নিহতের স্ত্রী মোছাম্মৎ শাহানা খাতুন সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এ মামলায় হুমায়ূন ও মতিনকে গ্রেফতার করে। এর মধ্যে মতিন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী বশির আহমেদ সাংবাদিকদের বলেন, বেকসুর খালাস পাওয়া হুমায়ূনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে যাতে তার সাজা হয়।

আসামিপক্ষের আইনজীবী মোবারক হোসেন এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।