ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন নিয়ে হাইকোর্টের রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন নিয়ে হাইকোর্টের রুল সুপ্রিম কোর্ট/ফাইল ফটো

ঢাকা: ড.কাজী ফারুক আহমেদের ঐক্যবদ্ধ নাগিরক আন্দোলনের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৬ অক্টোবর) এ রুল জারি করেন।

এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া চিঠির কার্যকারিতা হাইকোর্ট স্থগিত করেছেন বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।

ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের সভাপতি ড. কাজী ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুস সামাদ এ রিট দায়ের করেন।
 
২০০৮ সালের ১৬ নভেম্বর ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনকে নিবন্ধন দেয় ইসি। এই নিবন্ধন বাতিল করে গত ৪ অক্টোবর চিঠি দেওয়া হয়। ইসির দেওয়া ওই চিঠির বৈধতা নিয়ে রিট করা হয়

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।