ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মা ইলিশ শিকারের অপরাধে মেঘনার ৬ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
মা ইলিশ শিকারের অপরাধে মেঘনার ৬ জেলের কারাদণ্ড

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে মেঘনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ছয় জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন-বুলু (৩০), মো. রবিন (২২), মো. শাহিন (৩৫), মো. তোফাজ্জল (৪০), মো. ওমর (২২) ও লিটন খাঁন(৪৫)।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, মা ইলিশ রক্ষার্থে সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় আড়াইশ’ কেজি মা ইলিশ ও ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ছয় জেলেকে আটক করা হয়। আটক ছয় জেলেকে পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। জব্দকৃত জাল মেঘনার তীরে এনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো মুন্সিগঞ্জ সদরের ১৬টি এতিম খানায় বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।