ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলার রায় ১৬ অক্টোবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলার রায় ১৬ অক্টোবর

ঢাকা: সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) শুনানি শেষে রায়ের জন্য ১৬ অক্টোবর (মঙ্গলবার) দিন নির্ধারণ করেছেন বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আবদুল মবিনের হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আবদুল মতিন খসরু।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল হাতেম আলী ও আবুল কালাম আজাদ খান।

পরে মনিরুজ্জামান রুবেল বলেন, ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ) অনুমোদন ও আপিলের ওপর উভয়পক্ষের শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য ১৬ অক্টোবর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

২০১১ সালের ২৮ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে ভাড়া বাসায় খুন হন দৈনিক জনতার তৎকালীন জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাতুন। এ ঘটনায় ২০১২ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ দম্পত্তির আপন ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদকে মৃত্যুদণ্ড দেন। পরে মামলাটি ডেথ রেফারেন্স ও আপিল আকারে হাইকোর্টে শুনানির জন্য আসে।

গত ৭ আগস্ট থেকে আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।