ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

২৭৪ আইন সহকারী বিচারক বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
২৭৪ আইন সহকারী বিচারক বদলি

ঢাকা: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ২৭৪ সিনিয়র সহকারী ও সহকারী বিচারক (আইন কর্মকর্তা ও জজ) বদলি করেছে আইন মন্ত্রণালয়।

সোমবার (১ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিশাল সংখ্যক আইন কর্মকর্তার একইসঙ্গে এ বদলির আদেশে সাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মাহাবুবার রহমান সরকার।

আইন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, বদলিকরা আইন কর্মকর্তারা যে যেখানে দায়িত্বে আছেন, তারা তাদের ওপর দায়িত্ব, ছুটি বা নির্বাচনি ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন শেষে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৮
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।