ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে আফরোজা আব্বাসের আগাম জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
হাইকোর্টে আফরোজা আব্বাসের আগাম জামিন

ঢাকা: দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের দিন নাশকতা, পুলিশের কাজে বাঁধা ও আসামি ছিনতায়ের তিন মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ তিন মামলায় দুই মাসের আগাম জামিন দেন।
 
একই মামলায় আদালত মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকেও জামিন দিয়েছেন।


 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও  ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
 
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।
 
পরে আইনজীবীরা জানান, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন বিএনপি চেয়ারপারসনের আদালতে যাওয়ার পথে সংঘর্ষের ঘটনায় নাশকতা, পুলিশের কাজে বাঁধা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় তিনটি মামলা করে। তিন মামলায় ১৮০ জন করে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।