ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সিলেটে হত্যা মামলায় ৩০ আসামির জামিন নামঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
সিলেটে হত্যা মামলায় ৩০ আসামির জামিন নামঞ্জুর

সিলেট: সিলেটে হোসেন আহমদ হত্যা মামলার আসামি জৈন্তাপুর আওয়ামী লীগ সেক্রেটারি লিয়াকত আলীসহ ৩০ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আতিকুল হায়দার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, হোসেন আহমদ হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন লিয়াকত আলীসহ অন্য আসামিরা।

জামিন শেষে এদিন তারা আদালতে আত্মসমর্পণ করেন।  

পাথর কোয়ারি দখল নিয়ে গত ৩ ডিসেম্বর জৈন্তপুর উপজেলার শ্রীপুর এলাকায় লিয়াকত আলী ও  কামাল আহমদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মহাইল গ্রামের মর্তুজ আলীর ছেলে প্রবাসী হোসেন আহমদ নিহত হন।  

এ ঘটনায় নিহতের সহোদর আমিন উদ্দিন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীসহ ৭৭ জনকে আসামি করা হয়।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।