ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অভিজাত ক্লাবে হাউজি-কার্ড খেলার ওপর হাইকোর্টের আদেশ স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
অভিজাত ক্লাবে হাউজি-কার্ড খেলার ওপর হাইকোর্টের আদেশ স্থগিত

দেশের ১৩ অভিজাত ক্লাবে হাউজি, ডাইস ও কার্ড খেলার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

ঢাকা: দেশের ১৩ অভিজাত ক্লাবে হাউজি, ডাইস ও কার্ড খেলার ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

ঢাকা ক্লাবের আবেদেনের শুনানি নিয়ে রোববার (১১ ডিসেম্বর) হাইকোর্টের এ স্থগিতাদেশের রুল নিষ্পত্তি করতে উভয়পক্ষকে এ নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ।

গত ৪ ডিসেম্বর জনস্বার্থে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ড খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ইএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।