ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

নাশকতা মামলা: বান্দরবানে ২ ইউপি চেয়ারম্যান কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
নাশকতা মামলা: বান্দরবানে ২ ইউপি চেয়ারম্যান কারাগারে মো. আলম ও মো. ইমরান

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের দায়ের করা মামলায় মো. আলম ও মো. ইমরান নামে দুই ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিনের জন্য আবেদন করে হাজিরা দিলে দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হক দুই আসামিকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

কারাগারে পাঠানো আসামি আলম বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইমরান নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউপির চেয়ারম্যান।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাইক্ষ্যংছড়ি থানায় দায়েরকৃত নাশকতার একটি মামলায় এই দুই চেয়ারম্যানসহ সর্বমোট ১০ জন হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। পরে আদালতের বিচারক শুনানি শেষে আটজনের জামিন মঞ্জুর করেন এবং মামলার আসামি মো. আলম ও মো. ইমরানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

মামলা সূত্রে আরও জানা গেছে, গত ১০ নভেম্বর নাইক্ষংছড়ি সদর ইউপির বিছামারা এলাকায় নাশকতার অভিযোগে এই দুই চেয়ারম্যানসহ ৬৮ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত দুজনের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় আদালতে ১০ আসামির জন্য জামিনের আবেদন করা হয়েছিল। আদালত আটজনের জামিন মঞ্জুর করেন এবং মামলার আসামি আলম ও ইমরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত ১০ নভেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউপির বিছামারা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগের ৬৮ জন নেতা-কর্মীদের আসামি করে একটি মামলা দায়ের করে আর সর্বশেষ এই মামলায় গত ২৭ নভেম্বর আওয়ামী লীগের ৪৮ নেতা-কর্মীর জামিন মঞ্জুর করে আদালত।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।