ঢাকা: সাধারণত হাইকোর্ট বিভাগের কোনো আদেশ বা রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট পক্ষ আপিল বিভাগে আবেদন করে। সেই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত অনেক সময় ‘নো অর্ডার’ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের মতে, অনেক বিচারপ্রার্থী এ আদেশের প্রকৃত অর্থ সম্পর্কে ধারণা না থাকায় অসুবিধার সম্মুখীন হন। তাই এ আদেশ স্পষ্ট করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের আদেশে মঙ্গলবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট থেকে বিভিন্ন মামলায় ‘নো অর্ডার’ মর্মে আদেশ প্রচারিত হয়ে থাকে। বিষয়টির প্রকৃত অর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় বিভিন্ন কর্তৃপক্ষ এবং সাধারণ বিচারপ্রার্থীরা অনেক সময়ে অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন। ফলে ‘নো অর্ডার’ এর প্রকৃত অর্থ স্পষ্টীকরণ প্রয়োজন।
এমন পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট থেকে কোন মামলায় ‘নো অর্ডার’ মর্মে আদেশ প্রচারিত হলে আবেদনকারীর প্রার্থিত প্রতিকার (যে বিষয়ে প্রতিকার চেয়েছেন) মঞ্জুর করা হয়নি এবং চেম্বার কোর্ট তর্কিত আদেশ/রায়ের বিষয়ে কোনোরূপ হস্তক্ষেপ ছাড়াই আবেদনটি নিষ্পত্তি করেছেন মর্মে গণ্য করতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫
ইএস/আরএইচ