কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট মো. সহিদুল আলম শহীদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫ মার্চ) রাতে ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এস এম মাহবুবুর রহমান।
এর আগে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বুধবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও বিএনপির সমর্থিত আইনজীবীরা নিজেদের প্রার্থী বিজয়ের লক্ষ্যে কাজ করেন।
নির্বাচনে পাঁচটি পদে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি অ্যাডভোকেট মো. সহিদুল আলম শহীদ, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাশিদ ভূঞা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে অ্যাডভোকেট কফিল উদ্দিন, অ্যাডভোকেট মো. সারোয়ার জাহান সানি ও অ্যাডভোকেট মো. সোহাগ মিয়া।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে নয়টি পদে বিজয়ী প্রার্থীরা হলেন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন, সহসভাপতি অ্যাডভোকেট মো. মানিক, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নাদিরা সুলতানা সোমা, অ্যাডভোকেট শাহিনুর কলি, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল বোখারী, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট এ এম ছাজ্জাদুল হক, অডিটর পদে অ্যাডভোকেট আবু বাক্কার সিদ্দিক, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য পদে অ্যাডভোকেট মো. আবু তাহের হারুন ও অ্যাডভোকেট মোহাম্মদ আহসানুজ্জামান নাসির।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
এসআরএস