ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

আইন ও আদালত

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল জয়ী

শরীয়তপুর: শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এবং একটি পদে গণঅধিকার সমর্থিত প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট মো. সিরাজুল হক আকন এ তথ্য নিশ্চিত করেন।

 

এসময় তিনি জানান, নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সভাপতি পদে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।  

এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জালাল আহমেদ সবুজ, সহ-সভাপতি অ্যাডভোকেট ড. আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামূল হক এনাম, অর্থ-সম্পাদক অ্যাডভোকেট মো. রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট এইচ, এম লোকমান হোসাইন, অডিট সম্পাদক অ্যাডভোকেট জাফর ইকবাল মাসুদ, অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন মোল্যা, অ্যাডভোকেট মো. মাহবুবুর রহমান স্বপন, অ্যাডভোকেট মো. জাকির হোসেন অলুকদার, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট মুনিরা আক্তার।

অন্যদিকে গণঅধিকার সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হুসাইন।

এতে নির্বাচন কমিশন ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট মো. সিরাজুল হক আকন (প্রধান নির্বাচন কমিশনার), সিনিয়র অ্যাডভোকেট মো. রাশিদুল হাসান মাসুম (অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার), সিনিয়র অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ঢালী (নির্বাচন কমিশনার), অ্যাডভোকেট মো. রুবায়েত আনোয়ার (নির্বাচন কমিশনার), অ্যাডভোকেট মো. মনোয়ার হোসেন (নির্বাচন কমিশনার)।  

উল্লেখ্য, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সমর্থিত কোনো আইনজীবী মনোনয়নপত্র দাখিল করেননি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।