হবিগঞ্জ: হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে তাকে হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীমের আদালতে নেওয়া হয়।
তবে আদালতে বাদী ও আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় সিএসআই শুনানি করেন। পরে মজিদ খানকে আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আব্দুল মজিদ খানকে ডিবি পুলিশ গ্রেপ্তার করলে রাতেই হবিগঞ্জে নিয়ে আসা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নয় ব্যক্তির পরিবারের দায়ের করা মামলায় মজিদ খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে ওপর মহলের নির্দেশনা পেলে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে।
আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চারবারের সাবেক সংসদ সদস্য। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
এসআরএস