ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

আইন ও আদালত

হত্যা মামলা: নান্দাইলে যুবকের আমৃত্যু কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
হত্যা মামলা: নান্দাইলে যুবকের আমৃত্যু কারাদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে শিশু তাসিন (৭) হত্যা মামলায় অভিযুক্ত শহীদ মিয়া (৩৪) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলায় খালাস পেয়েছেন অভিযুক্তের বাবা তাহের উদ্দিন ও মা তহুরা খাতুন নামে অপর দুই আসামি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় দেন।

অভিযুক্ত শহীদ মিয়া জেলার নান্দাইল উপজেলার মুশুল্লী গ্রামের তাহের উদ্দিন ও তহুরা বেগম দম্পতির ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম রাজীব জানান, ২০১৬ সালের ১৫ আগস্ট প্রবাসীর শিশুপুত্র তাসিনকে মুক্তিপণ দাবিতে অপহরণ করে অভিযুক্ত শহীদ মিয়া। পরবর্তীতে মুক্তিপণ না পেয়ে তাসিনকে শ্বাসরোধ করে ও ঘাড় মটকে হত্যা করে টয়লেটের স্লাবের ভেতরে লাশ গুম করে রাখে। এ ঘটনায় শিশু তাসিনের মা পলিনা খাতুন বাদী হয়ে নান্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় দীর্ঘ তদন্ত শেষে ২০২১ সালের ১ মার্চ চার্জ গঠন হলে মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়।  

মামলার রায়ে অভিযুক্ত শহীদ মিয়াকে দণ্ডবিধির ৩৬৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড, ৩০২ ধারায় আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।