ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গাজীপুরে আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
গাজীপুরে আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান তারেক রহমান

গাজীপুর: গাজীপুরে পুলিশের দায়ের করা একটি বিস্ফোরক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত।   এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চারটি মামলা থেকে তারেক রহমান খালাস পেলেন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে এ রায় দেন।   আসামি পক্ষের আইনজীবী ড. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের নামে বিস্ফোরক আইনে জয়দেবপুর থানার এসআই সৈয়দ আবুল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংযুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত তা গ্রহণ করেন। মামলাটি দীর্ঘ শুনানি শেষে মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের নয়ন, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট এরশাদ হোসেন এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিপুলসংখ্যক আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।