ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বান্দরবানে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
বান্দরবানে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা

বান্দরবান: বান্দরবানে শিশুকে (১০) ধর্ষণের মামলায় কবির হোসেন (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বান্দরবানের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম জেবুন্নাহার আয়েশা এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত কবির পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ৬ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরহোসনাবাদ গ্রামের নুর হোসেনের ছেলে। বর্তমানে কবির বান্দরবান সদর ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের লেমুঝিরি আগাপাড়া এলাকায় বসবাস করতেন।  

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগী শিশুকে মুখ চেপে ধরে নিজের থাকার ঘরে নিয়ে ধর্ষণ করেন কবির হোসেন। বিষয়টি জানতে পেরে ওই দিনই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বান্দরবান সদর থানায় কবিরকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।  

মামলার বাদী অ্যাডভোকেট বাসিং থোয়াই মারমা জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার নারী ও শিশু নিযার্তন দমন আইনের ৯ (১) ধারা অনুযায়ী আসামি কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।