ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

বাগেরহাট: বাগেরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী এনামুল হক হাওলাদাকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বিকেলে আসামির অনুপস্থিতিতে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মঈন উদ্দিন এ রায় ঘোষণা দেন।  

দণ্ডপ্রাপ্ত এনামুল জেলার শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের বারেক হাওলাদারের ছেলে।  

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৬ অক্টোবর বিকেলে যৌতুকের দাবিতে রতিয়া রাজাপুর গ্রামের নিজ বাড়িতে স্ত্রী হেলেনা বেগমকে পিটিয়ে হত্যা করেন স্বামী এনামুল হক। পরে নিহতের ভাই একই উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে এনামুল হকসহ সাতজনকে আসামি করে শরণখোলা থানা হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২ মার্চ শরণখোলা থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার খলিফা এনামুল হকসহ দু’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানি ও চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রোববার ওই রায় দেন আদালত।  

দণ্ডপ্রাপ্ত এনামুল হক হাওলাদার দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।  

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রণজিৎ কুমার মণ্ডল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আল-মামুন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।