ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মেহেরপুরে মানবপাচারকারীর যাবজ্জীবন, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
মেহেরপুরে মানবপাচারকারীর যাবজ্জীবন, জরিমানা প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুরে মানবপাচার মামলায় মাসুদ রানা নামে এক এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. তহিদুল ইসলাম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত মাসুদ যশোর জেলার অভয়নগর থানার ধোপাদী নতুন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার ও রায় সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের সাইবুর রহমানকে লিবিয়া পাচারের অভিযোগে ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর তার বাবা আলী আকবর মীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে মাসুদ রানাকে ১ নম্বর আসামি করে আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে মুজিবনগর থানাকে এজাহারভুক্ত করতে আদেশ দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে তিনজনকে অব্যাহতি দিলেও মাসুদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে তার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বৃহস্পতিবার এই রায় দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি মাসুদ পলাতক ছিলেন।
উল্লেখ্য, মেহেরপুরে মানবপাচার ট্রাইব্যুনাল গঠনের পর এটাই প্রথম রায়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।